মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিন্দ্য সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সায়েম আহমেদ মনোনীত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী) বিকালে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের এবং সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আরমান রকি এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রবিউল ইসলাম রবি।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক সায়েম আহমেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ধারাতে অনেক কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন অনুভব করি আমি,সেগুলোর উপর কাজ করার ইচ্ছে আছে। শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি কে জাতীয় পর্যায়ে ভালো কিছু অর্জনের লক্ষে কাজ করতে চাই।শেখ রাসেল হল এর সকল বিতার্কিক সহযোগিতা চাই।
নবনিযুক্ত সভাপতি অনিন্দ্য সাহা বলেন, শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আমি সত্যিই গর্বিত।আমার কাছে কখনোই পদ গুরুত্ব রাখেনি, রেখেছে হলের বিতর্কের উন্নয়ন আর তার লক্ষ্যেই আমি কাজ করব। হলের বিতর্কের সাথে কাজ করার পাশাপাশি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বিতর্কের উন্নয়নেও আমরা কাজ করব। সর্বোপরি, বিতর্ক জগতের মেধাবী মানুষদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।
এদিন দুপুরে শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘ এই সংসদ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি সমর্থন করে’ শীর্ষক আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক শেষে বিরোধী দল জয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অতিদ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সানশাইন/ওয়াসিফ/শামি