ভাঙা হয়নি রাস্তা দখল করে নির্মান করা স্থাপনা আপীলেট অথরিটির আদেশ মানছে না আরডিএ কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার: চলাচলের রাস্তা দখল করে নিয়ে জোর করে নির্মান করা হয়েছিল বাড়ি। এতে চলাচলের পথ বন্ধ হয়ে যায় আবুল হাসানের। প্রতিকার পেতে তিনি ২০২০ সালের ৩১মে আবেদন জানান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। বিষয়টি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে আদেশ আসে তার পক্ষেই। আদেশে বলা হয় ৬ মাসের মধ্যেই দখলকারীর এক তলার উপরের অংশ সিঁড়ি ঘরসহ অপসরণ করতে হবে। শুধু তাই না এ কাজ বাস্তবায়ন করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে বলে নির্দেশ দিয়েছিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ কমিটি’র আপীলেট অথরিটি। কিন্তু আদেশের ৬ মাসের জায়গায় ১০ মাস পেরিয়ে গেলেও তার কোন ব্যবস্থা নেয়নি আরডিএ কর্তৃপক্ষ। এ নিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন আবেদনকারী আবুল হাসান।
আবুল হাসান জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ কমিটি’র আপীলেট অথরিটি বিভাগ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর মৌজার আরএস ১২৯১ দাগে নির্মিত রানী বেগমের বাড়িটির অননুমোদিত এক তলা ভবনের উপরের অংশ (সিঁড়ি ঘরসহ) অপসারণ করতে হবে বলে রায় দেন। এ আদেশ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের মধ্যেই বাস্তবায়নের আদেশ দেন। শুধু তাই না এ আদেশ বাস্তবায়ন করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেয়া হয়।
কিন্তু এ আদেশের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি আরডিএ কর্তৃপক্ষ। অজ্ঞাত কারণে তা নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। ভূক্তোভূগি এ নিয়ে হতাশ হয়ে ২০২৪ সালের ১৩ নভেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জানান। তার দুই দিন আগে ২০২৪ সালের ১১ নভেম্বর আবুল হাসান আরডিএ অর্থরাইজড বরাবরও লিথিত আবেদন জানান। কিন্তু তার পরেও তিনি কোন প্রতিকার পাচ্ছেন না।
এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেও এর প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছিলেন আবুল হাসান। যার মামলা নং ২৮৪পি/২০২০। ওই মামলার আদেশেও আরডিএকে আইনানুক ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সেখানেও তিনি প্রতিকার না পেয়েও আরডিএ চেয়ারম্যান, অর্থরাইজড অফিসারসহ ৫টি দারখাস্তের অনুলিপি দেয়া হয়। এরপরেও আরডিএ কোন পদক্ষেপ নেননি।
দরখাস্তকারী আবুল হাসান জানান, আদেশটি দ্রুত বাস্তবায়ন করা না হলে প্রতিপক্ষের নানান ধরনের কার্যকালপে তিনি ক্ষতির মুখে পড়ছেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তাই যথাযথ দৃষ্টি আকর্ষন করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫ | সময়: ৭:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ