রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রাণ কেন্দ্রের প্রধান ড্রেনটি দীর্ঘ ৩০ বছরও সংস্কার হয়নি। ফলে প্রতি বছর দুর্ভোগে পড়েন এলাকাবাসী। প্রায় ১ কিলোমিটার ড্রেনটির বেশিরভাগ স্থান এখন বিভিন্ন আবর্জনা ও পলিথিনে ভরাট হয়ে গেছে। ভরাট স্থানের আশেপাশের জায়গা কেউ কেউ লিজ নিয়েছেন কেউবা দখল করে গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান।
সরোজমিনে দেখা গেছে, ২ নং রেলগুমটি হয়ে উপজেলা পরিষদের পূর্ব ধার ঘেঁষে স্টেডিয়াম, সমিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির পাশ দিয়ে দানেজপুর ১নং রেল গুমটি হয়ে বের হতো এই প্রধানতম ড্রেনটির পানি। এখন বিভিন্ন ময়লা আবর্জনা ও দখল প্রক্রিয়ার কারণে পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই ড্রেনটি ডুবে যায়। পানি বাড়তে বাড়তে ঢুকে পড়ে সড়কে ও বিভিন্ন পাড়া মহল্লার বাসা বাড়িতে। এ সময় বাড়ি থেকে বের হতে পারে না মহল্লাবাসীরা। বৃষ্টির পানি ধীর গতিতে নামার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষার আগে পৌরসভার ৪-৫জন দিনমজুর ড্রেনের ভাসমান সব ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ করে। তারপর আর কোন খবর নেই। ড্রেনটি সংস্কারে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। অথচ প্রত্যেক বছরই বাজেট আসে কাজও হয় কিন্তু এ কাজ আর হয় না।
এ ব্যাপারে পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মারুফ আহসান বলেন, ড্রেনটির বিষয়ে একাধিকবার মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে বাজেট পাঠিয়েছি কিন্তু প্রকল্প বাস্তবায়নে এখনো কোনো বাজেট পাইনি আমরা।