মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে হাতে গ্লাভস ব্যবহার না করে বিস্কুট, পাউরুটি ইত্যাদি শুকনা খাবার তৈরীর দায়ে কাজল বিস্কুট ফ্যাক্টরি নামের একটি বেকারির মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী নির্দেশে- জয়পুরহাট পৌর শহরের নতুন হাট এলাকায় এ বিস্কুট ফ্যাক্টরিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইনের নেতৃত্বে আকস্মিক ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ উপস্থিত ছিলেন।