সর্বশেষ সংবাদ :

রাবিতে উন্মুক্ত নাট্যরচনা প্রতিযোগিতা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের আয়োজনে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে উন্মুক্ত নাট্যরচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীদেরকে জুলাই বিপ্লবের সত্যতার আলোকে এক ঘন্টা পরিধির নাট্যরচনা করতে হবে। প্রাপ্ত নাটকগুলো থেকে বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে প্রথম পাঁচটি নাটকের নাট্যকারকে পুরস্কৃত করা হবে এবং উক্ত নাটকগুলো দেশের খ্যাতিমান নাট্যনির্দেশকদের নির্দেশনায় মঞ্চায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগ্রহীদেরকে নাটকের পাণ্ডুলিপি আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জনসংযোগ দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ