সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

পুঠিয়া উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএসএম আব্দুল্লাহর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজার সংলগ্ন বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাজ্জাদ হোসেন জামিল যুগ্ম আহ্বায়ক পুঠিয়া উপজেলা ছাত্রদল, মেহেদী হাসান সাগর যুগ্ম আহ্বায়ক পুঠিয়া উপজেলা ছাত্রদল, মনিরুল তালুকদার-সদস্য পুঠিয়া উপজেলা ছাত্রদল, হুমায়ুন কবির চঞ্চল সাধারণ সম্পাদক ভল্লুকগাছী ইউনিয়ন ছাত্রদল। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল হালিম মুন্না, ইমরান হক রুবেল, এসএম গোলাম কিবরিয়া, সুলতান খান ইমন, মনিরুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, আগামীতে আমরা মেধাবী ছাত্রদের নিয়ে সুসংগঠিত ছাত্র রাজনীতি করতে চাই। তারা আরো বলেন, তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর