মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁয় মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠিত হয়েছে। বুধবার বিকেলে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা মৌসুমীর আয়োজনে মানবাধিকার সুরক্ষা সভা শেষে নওগাঁ জেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণের জন্য মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠন করা হয়।
মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী সাইদুর রহমান, মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি নবির উদ্দিন।
সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে আইনজীবী ডিএম আব্দুল বারীকে সভাপতি ও মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের জেলা মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্কের স্টিরিং কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তীতে ২৪ সদস্যের জেলা মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করবে।