সর্বশেষ সংবাদ :

মহাসড়কে দু*র্ঘ*টনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘ*টনা রোধকল্পে করণীয় সম্পর্ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও পবা হাইওয়ে থানা আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বনিক সমিতির সামনের মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের সঞ্চালনায় এসময় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদ উল্লাহ্, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন, বগুড়া।

 

এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী, পবা হাইওয়ে থানা; আনিসুজ্জামান, ইনস্পেক্টর (শাওজ) ট্রাফিক বানেশ্বর এলাকা।

 

আরো উপস্থিত ছিলেন বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম, রায়হান হোসেন (সাবেক ভিপি বানেশ্বর ডিগ্রী কলেজ), সাহাবুল ইসলাম (সাবু), যুগ্ম আহ্বায়ক বানেশ্বর ইউনিয়ন বিএনপি; আব্দুর রাকিব, বেলপুকুর থানার সাবেক চেয়ারম্যান; হযরত আলী সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি; রজব আলী, সাবেক জিএস বানেশ্বর কলেজ; পলান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বানেশ্বর ইউপি; আইউব আলী, সাংগঠনিক সম্পাদক ২ নম্বর ওয়ার্ড; আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুঠিয়া থানার সুরা সদস্য; আজিজুল বারী মুক্তা, বানেশ্বর বাজার সমিতির সাবেক আহ্বায়ক।

 

এছাড়া উপস্থিত ছিলেন সার্জেন্ট সুমন, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন ও এসআই মান্নানসহ অত্র এলাকার বহু মানুষ।

 

পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে স্থানীয় বিভিন্ন দলের নেতা-কর্মীসহ জনসাধারণের বক্তব্য শুনেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন প্রশাসনের কর্মকর্তারা।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine