রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, ডিজিটাল:
রাজশাহীর পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বণিক সমিতির সামনের মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য, আব্দুল আজিজের সঞ্চালনায় এসময় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদ উল্লাহ্, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন, বগুড়া।
এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী, পবা হাইওয়ে থানা। আনিসুজ্জামান, ইনস্পেক্টর (শাওজ) ট্রাফিক বানেশ্বর এলাকা। আরো উপস্থিত ছিলেন, রায়হান হোসেন, সাবেক ভিপি বানেশ্বর ডিগ্রী কলেজ। সাহাবুল ইসলাম (সাবু), যুগ্ম আহ্বায়ক বানেশ্বর ইউনিয়ন বিএনপি। আব্দুর রাকিব, বেলপুকুর থানার সাবেক চেয়ারম্যান। হযরত আলী সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি। আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুঠিয়া থানার শূরা সদস্য। আলহাজ্ব ওসমান আলী (ওসমান), বানেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। মতিউর রহমান, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক। আজিজুল বারী মুক্তা, বানেশ্বর বাজার (সাবেক) ইজারাদার। সার্জেন্ট সুমন, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন, ও এসআই মান্নান সহ অত্র এলাকার বহু মানুষ এসময় উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে মতবিনিময় ওই সভার আয়োজন করেন পবা হাইওয়ে থানা, পুঠিয়া, রাজশাহী।
সানশাইন/রাজন