শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর বাগমারায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল। তিনি সকল শিক্ষার্থীদের মাদক মুক্ত থাকা ও কিশোর অপরাধে না জাড়ানোর অঙ্গীকার করান।
বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে তোমাদের উন্নত ও আদর্শ জীবন গঠনের চেষ্টা শুরু করতে হবে। এ সময় প্রধান অতিথি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি লাইব্রেরী স্থাপনের প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, থানার ওসি তৌহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা কলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কীভাবে কিশোর অপরাধ দমন করা যায় সে বিষয়ে মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।