শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্য অনুযায়ি, দেশে বেকারত্বের সংখ্যা সাড়ে ৩ কোটির কাছাকাছি। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২০ লাখ। শিক্ষিত বেকারের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় শুধু চাকুরির আশায় থেকে শিক্ষিত যুবকরা বেকার হয়ে পড়ছেন। তাই সমাজ বা দেশকে বেকার মুক্ত করতে গুরুত্ব দিতে হবে আত্মকর্মসংস্থানের। যুব সমাজকে আত্ম কর্মসংস্থানের প্রতি আগ্রহী করে তোলা। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। সেই লক্ষে রাজশাহী কলেজ মাঠে বিসিক জেলা কার্যালয় আয়োজিত দশ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলার’ উদ্বোধনী করা হয়েছে রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এ সময় তিনি বলেন, ঘরে বসে আমরা যে ছোট শিল্পগুলো গড়ে তুলেছি সেই শিল্পগুলো যাতে লাভজনক অবস্থায় আসে এবং নতুন উদ্যোক্তা তৈরি হয় সেজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।
মেলার সফলতা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, এখানে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সকল ধরণের পণ্যের সম্ভার রয়েছে। পণ্যের গুণগতমান আপনারা দেখবেন যা আপনাদের আকর্ষিত করবে এটাই মেলার মূল সাথর্কতা। মেলায় পণ্য পছন্দ করবেন এবং ক্রয় করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মেলায় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ৯০টি স্টলে প্রদর্শন করা হয়।