রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে উপজেলার দুয়ারিয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের পাঁচটি অবৈধ ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ওই ইটভাটা মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব রেজওয়ান উল ইসলাম। এসময় এস বি আর ব্রিকস এর মালিক আবু সাঈদের ৩ লক্ষ টাকা, এস আর বি ব্রিকসের মালিক মুন সরদার এর ৫ লক্ষ টাকা, এ এম বি ব্রিকস এর মালিক সোহেল শেখের ৫ লক্ষ টাকা, ডি এস এল ব্রিকস এর মালিক খায়রুল বাসোরের ৩ লক্ষ টাকা, মেসার্স সম্রাট ব্রিক্সসের মালিক রুবেল আলীর ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইট ভাটাগুলো ভেঙ্গে দেওয়া হয়।
নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের ৫ টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং তাদের সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।