রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মিজানুর রহমান, চারঘাট: সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের হাঁটার জন্য রাজশাহীর চারঘাটে ফুটপাত নির্মাণ করা হলেও তা কাজে আসছে না নাগরিকদের। ফুটপাত দখলে নিয়েছে ব্যবসায়ীরা। নির্মাণসামগ্রী ফেলে রেখে এবং বিভিন্ন ব্যবসায়ীরা ফুটপাত পুরোপুরি দখল করে নেয়ায় চরম ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটতে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের। এতে বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে সড়কে হাঁটছেন পথচারীরা। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দখল হয়েছে ফুটপাত।
পৌরসভা সুত্রে জানা যায়, চারঘাট বাজার ও সারদা বাজারে ড্রেনের ওপর প্রায় ২ কোটি টাকা ব্যায়ে প্রায় ৪ কিলো মিটার ফুটপাত নির্মাণ করা হয়। যা গত ২০২২-২৩ অর্থ বছরে শেষ হয়েছে। নির্মাণ কাজ শেষ হতে না হতেই ফুটপাত দখলে নেই ব্যবসায়ীরা। বিপুল পরিমানের টাকা ব্যায়ে নির্মিত ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য নির্মান করা হলেও সেটি এখন দোকানদারদের দখলে।
বিভিন্ন ধরণের ফলের ফসরা সাজিয়ে, আবার দোকানের বিভিন্ন পণ্য ফুটপাতে রেখে নাগরিকদের চলাচলে বাধা সৃষ্টি করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ফুটপাতের সামনে বিভিন্ন ধরণের ইজিবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহন যত্রতত্র ভাবে রেখে যানজট সৃষ্টি করছে।
অথচ যানজট নিরসন, সৌন্দর্যবর্ধন এবং পথচারীদের হাঁটার জন্য ফুটপাত তৈরি হলেও এখন তা ব্যবসায়ী ও স্থানীয়দের দখলে। এতে বাধ্য হয়ে পথচারীরা ফুটপাত ছেড়ে হাঁটছেন সড়কে। ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা।
ভুক্তভোগী পথচারীরা বলছেন, ফুটপাত এখন আর আমাদের হাঁটার জন্য নেই। দখলদাররা দোকান বসিয়ে পুরো ফুটপাত দখলে নিয়েছে। ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছি। আমাদের সন্তানরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে পড়তে যাচ্ছে। আর সড়ক দিয়ে হাটতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। এটি দেখার যেন কেউ নেই। তবে দখলদার ব্যবসায়ীদের ভাষ্য, সব ব্যবসায়ীরাই ফুটপাতে মালামাল রাখছেন।
ইজি বাইকদের চালকদের দাবি, এখানে কোনো পার্কিং নেই। ফলে বাধ্য হয়ে ফুটপাতে গাড়ি রাখতে হচ্ছে। রাস্তার পাশের হোটেলগুলোরও নির্দিষ্ট কোনো পার্কিং না থাকায় তারা এখানেই গাড়ি পার্ক করতে বলেন।
অবশ্য ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে চারঘাট পৌরসভার প্রশাসক চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ফুটপাত নির্মাণ করা হয়েছে পথচারীদের চলাচলের জন্য। কেউ ফুটপাত দখল করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ফুটপাত দখল মুক্ত করা হবে।