রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের উত্তর দিকে কালিতলা নামক স্থানে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় একজন আহত হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) ও একই গ্রামের আসাব আলীর ছেলে পলাশ (১৫)। আহত ব্যক্তি বাথইল গ্রামের শ্রী নিরেনের ছেলে শ্রী সন্তু (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কালিতলা নামক স্থানে দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেলসহ ৪ জন মানুষ পড়ে ছিল। তাদের মধ্যে তিনজনের দেহ খতবিক্ষত হয়েছে। এসময় পথচারীরা এঘটনা দেখে মোহনপুর ফায়ার সার্ভিস এবং পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে তিনজনকে মৃত দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মোহনপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, দুর্ঘটনায় নিহত তিন জনের লাশ হাসপাতালে রয়েছে। এছাড়াও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।