সর্বশেষ সংবাদ :

রাজশাহীর সাবেক মেয়র- এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সাবেক মেয়র, প্রতিমন্ত্রী ও এমপিদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক থেকে যে ১৩ জনের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে রাজশাহীর ১০ জনের নাম রয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করা হয়েছে।
আক্তার হোসেন আরও বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নসরুল হামিদ সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ ছাড়া আটজন সাবেক সংসদ সদস্য হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, রাজশাহী-১ আসনে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সাবেক এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন ও আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা ও ডা. মনসুর রহমান, রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও আবুল কালাম আজাদ। তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকার মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানান আক্তার হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সোনা চোরাচালান করে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকার মালিক হওয়ার তাদের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর