ই-পেপার

এনসিটিবি’র ওয়েবসাইটে মিলছে পাঠ্যবইয়ের পিডিএফ কপি

সানশাইন ডেস্ক: নতুন বছরের প্রথম দিন প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন প্রকাশ হয়েছে। বইয়ের পিডিএফ কপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর যঃঃঢ়ং://হপঃন.মড়া.নফ/ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
বুধবার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা https://nctb.portal.gov.bd/site/page/d01e72b0-8ecd-4c81-bffd-c9e117b7fdad অনলাইনে প্রকাশ করা হয়েছে। সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলোনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “মঙ্গলবার দিন পর্যন্ত ৪১ কোটি বইয়ের মধ্যে৬ কোটি বই পাঠানো হয়েছে। ৪ কোটি বই ট্রাকে ওঠার অপেক্ষায় রয়েছে এবং আজকের মধ্যে এগুলো পাঠানো হয়ে যেতে পারে। “৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের অবশিষ্ট সব বই, ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের ৮টি বই আর ২০ জানুয়ারির মধ্যে বাকি সব বই আমরা দিয়ে দিতে পারবো। আর দশম শ্রেণির বই ৫ জানুয়ারি দিয়ে দিতে পারবো।“
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজের শুরুটা হয়েছিল ২০১০ সালে, যা দেখা গেছে ফেলে আসা বছরেও। তবে ক্ষমতার পালাবদলের পর সেই উৎসবে ছেদ পড়েছে। এবার স্কুলগুলোতে সেই আয়োজন নেই। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে কোনো কোনো বিষয়ের পাঠ্যপুস্তুক তুলে দিতে পেরেছেন শিক্ষকরা।
এনসিটিবি আগেই জানিয়েছিল, বছরের প্রথম দিন এবার নতুন কোনো পাঠ্যবই হাতে পাবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বড় একটি অংশ; যাদের এজন্য অপেক্ষায় থাকতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের সব পাঠ্যবই দিতে না পারায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর