ই-পেপার
সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ী ও পবায় তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে গোদাগাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শামসুল ইসলাম সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল আহমেদ, গোদাগাড়ি মডেল থানার অফিসারস ইনচার্জ রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি বৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার, এক্রোবেটিক শো, কারুশিল্প মেলা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা, পরিবেশ দূষণ প্রতিকারে সচেতনতামূলক কার্যক্রম, বিদ্যালয় পরিছন্নতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম, স্কিল প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

পবা উপজেলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।
শোভাযাত্রায় শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম এন জহুরুল ইসলাম, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মো. সামসুদ্দীন প্রামাণিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ কে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে। উপজেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়‘লীড মিনিস্ট্রি’হিসেবে থাকবে।


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫ | সময়: ৭:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর