মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সরকারীভাবে নদী খনন করে তীরে রাখা মাটি বিক্রি করার অপরাধে মো. মোখলেস হোসেন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের ব্যাটারীও জব্দ করা হয়েছে।
জানা যায়, কিছুদিন আগে উপজেলার নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সরকারীভাবে মরা বড়াল নদী খনন করে মাটি তীর রাখা হয়। কয়েকদিন যাবৎ ওই গ্রামের মোখলেস হোসেনসহ কয়েকজন ব্যাক্তি অবৈধভাবে সেসব মাটি কেটে বিক্রি করছিলেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে মোখলেস নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ এক লাখ টাকা জরিমানা।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আবারও কেউ এ ধরণের অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।