বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদে (ইউপি) ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় চেয়ারম্যানের স্থলে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এই ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেল। জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর ধারাবাকিভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মো. মনসুর রহমান অভিযোগ করেন যে, তার পরিবর্তে যাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়-তা বিধি সম্মতি নয়। এরই পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা নিরসনে পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি মো. মনসুর রহমান অভিযোগের সত্যতা পান। ফলে প্যানেল চেয়ারম্যান জটিলতা ও উদ্বুদ্ধ অসুবিধাসমুহ দুরীকরণের লক্ষ্যে বড়গাছী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।