শেষ হলো মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে ২দিনব্যাপী (শুক্রবার ও শনিবার) নানা কর্মসুচির মধ্যদিয়ে জমকালো আয়োজনে সূবর্ন জয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার সমাপনি দিনে সকাল সাড়ে ৯টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অতিথিদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে নাচোল স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
‘মিলি হাজার স্মৃতির মেলায়’-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মঞ্চে অতিথিদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ও দৈনিক খবরের কাগজ পত্রিকার সিটি এডিটর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবু তাহের খোকন ও এসএ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রুপা নূরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী রফিকুন নবী (রনবী)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন।
বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে হাজারো স্মৃতির মাঝে স্মৃতিচারণ করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) মোজাম্মেল হক, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী, এ্যাডঃ মইনুল হক প্রমূখ।
আলোচনা শেষে গুনীজন সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ