সর্বশেষ সংবাদ :

পরিবার পরিকল্পনা ও মা শিশু স্বাস্থ্য কার্যক্রমে কর্মী শূন্যতার সমাধান দ্রুত সময়েই

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা ও মা শিশু স্বাস্থ্য বিষয়ক মনিটরিং এর অংশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. সারোয়ার বারী রাজশাহী পরিদর্শন করেছেন। প্রধান অতিথি হিসাবে তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং এমসিএইচ-ইউনিট, আরপিটিআই, রাজশাহী পরিদর্শনে প্রধান সন্তোষ প্রকাশ করেন। সেই উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণদের সমন্বয়ে আয়োজিত মত বিনিময় সভা আহবান করা হয়।
পরিবার পরিকল্পনা, রাজশাহীর বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুরু হয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা, রাজশাহীর উপপরিচালক আনোয়ারুল আজিম।
রাজশাহী বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা রাজশাহীর সহকারি পরিচালক রাফিউন নাহার। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাজশাহীকে নিজের অবস্থান ধরে রেখে পরিবার পরিকল্পনা ও মা শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা চলমান পরিস্থিতি মোকাবিলা করে চলতে হবে।
তিনি আরো বলেন, কর্মী শূন্যতা বিষয়ে সমাধান শিঘ্রই হবে বলে আসস্ত করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ডা: মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি), রাজশাহী, ফরিদুল হক, অধ্যক্ষ আরপিটিআই, রাজশাহী, মেডিকেল অফিসার (ক্লিনিক), মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজশাহী, মহিলা সহকারী সার্জন, এমসিএইচ ইউনিট, আরপিটিআই, রাজশাহী, সকল উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ( এমসিএইচ-এফপি) ও সহকারী পরিবার পরিকল্পনা গণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ