সর্বশেষ সংবাদ :

সাংবাদিক কল্যান তহবিলের  আয়োজনে  ক্রিকেট ও  ফুটবল খেলা  অনুষ্ঠিত 

গোমস্তাপুর প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল,  গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যান তহবিল  এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ২০ ডিসেম্বর  শুক্রবার সকাল থেকে  সারাদিন ভোলাহাট উপজেলার  রামেশ্বর পাইলট  মডেল ইন্সটিটিউট  মাঠে এ খেলা অনুষ্ঠিত  হয়।

খেলা চলাকালীন  এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের  সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন সংগঠনের  সাধারণ সম্পাদক  সাকিল রেজা,  সহ সভাপতি  আব্দুর রহমান মানিক,  সহ সম্পাদক  কায়সার আহমেদ,  ক্রীড়া সম্পাদক  ফারুক হোসেন ডন  ও সদস্য জামিল হোসেন  প্রমুখ।

সানশাইন/নাহিদ/শামি


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine