সর্বশেষ সংবাদ :

ইবনে সিনার সাথে রাবির স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার :

চিকিৎসেবায় ইবনে সিনা ট্রাস্টের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এই চুক্তির মাধ্যেমে রাবির শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ছাড় প্রদানের বিষয় উল্লেখ রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

 

স্বাক্ষরিত সমঝোতার আওতায় রাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনা ট্রাস্টের সকল ইউনিটে এবং শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রাজশাহী থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় কর্পোরেট ডিস্কাউন্ট প্রাপ্ত হবেন । এছাড়াও ডায়াগনস্টিক সার্ভিসের উন্নয়নের জন্য উভয়পক্ষ প্রশিক্ষণের মাধমে বিশেষজ্ঞ বিনিময় ও পরস্পরের উন্নয়নে অবদানের সুযোগ পাবে।

 

ইবনে সিনা ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর ইউনিট ইনচার্জ সাইদুর রহমান সাইদ রাজশাহীতে তাদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়ে অবহিত করেন। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী চিকিৎসা সুবিধা ও ডায়াগনস্টিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে ও পরামর্শ দিলে ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ নিয়াজ মাখদুম শিবলী সে বিষয়ে উত্তর দেন।

 

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য উন্নততর ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগ্রহী। সে লক্ষ্য বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই তার ইতিবাচক প্রভাব দেখা যাবে। পাশাপাশি অধিকতর চিকিৎসা সেবার জন্য দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসূহের সাথেও সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। এরফলে দ্রুত ও স্বল্প খরচে উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। আগামীতে এধরনের সেবা নিশ্চিত করার আরো পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো মাহবুবর রহমান ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাসুদ রানা ও শামিম ফেরদৌস সহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, অফিস প্রধান, বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত  ছিলেন।
জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সানশাইন / শামি

 


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ | সময়: ৪:০৪ অপরাহ্ণ | Daily Sunshine