ই-পেপার

মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‌্যালি

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আমীর ইয়াকুব আলীর নেতৃত্বে র‌্যালিটি ডাকবাংলো থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ইয়াহইয়া খালিদ, নাচোল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, জামায়াতে ইসলামী পৌর শাখার নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাসিম, পৌর শাখার সভাপতি তৌফিকুর রহমানসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ