সর্বশেষ সংবাদ :

রাণীনগরে চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও নাশকতা অভিযোগে দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান সহ দুইজন এবং সরকারী গাছ কাটার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাণীনগর থানাপুলিশ জানায়, বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ জিয়াউর রহমান (৪২) কে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জিয়াউর রহমান উপজেলার ধনপাড়া গ্রামের ইব্রাহীম সাহার ছেলে।
এছাড়া একই রাতে একই মামলায় উপজেলার চকাদিন উত্তরপাড়া গ্রামের মরহুম শেখের ছেলে বাদল শেখ (৪৩) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগে ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার দামুয়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম আবির (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ