শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার ১৭ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে কন্ঠ ভোটে দৈনিক যুগান্তরের বাঘা প্রতিনিধি আমানুল হক আমানকে সভাপতি ও কালের কন্ঠের সাংবাদিক লালন উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে ক্লাবের নিজস্ব র্কাযালয়ে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদশে সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমটির আহবায়ক সরকার শরিফুল ইসলাম ও আহবায়ক কমটির সদস্য সাংবাদিক রফিক আলম, ফজলুর রহমান, আমিরুল ইসলাম বনি, ফজলুল করিম বাদশা ও মঞ্জুয়ারা বেগম।
উক্ত কমিটিতে সাংঠনকি সম্পাদক হিসাবে নির্বাচিত হন ফজলুল হক মুক্তা, সহ-সভাপতি আশরাফুল আলম অপর সহ-সভাপতি সাইদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম তোফাজ্জল কবির মিলন সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম অর্থ সম্পাদক আবদুল হামিদ মিয়া জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দোয়লে মোল্লা দপ্তর-পাঠাগার ও প্রশক্ষিণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাহত্যি সম্পাদক সুব্রত কুমার ।
এই কমিটিতে নির্বাহী সদস্য মনোনীত করা হয় আবদুল লতিফ মিয়া ,নুরুজ্জামান ও আসলাম আলীকে।এ ছাড়াও সাধারণ সদস্য করা হয় আবদুল কাদের নাহিদ, নাহিদা ইয়াসমিন লাকি ও সোনিয়া বেগমকে।