ই-পেপার
সর্বশেষ সংবাদ :

ইয়ামান ও ইয়াসিনের নেতৃত্বে ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটি

ইবি প্রতিনিধিঃ

❝মুক্তি হোক যুক্তিতে, দৃষ্টি হোক সৃষ্টিতে❞ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামান মোস্তাহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইয়াসিন আলী মনোনীত হয়েছেন।

গতকাল রাতে লালন শাহ হলের টিভি রুমে আয়োজিত আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা শেষে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন ও সদ্য সাবেক সভাপতি আনিসুর রহমান সাইমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রক্তিম, সাংগঠনিক সম্পাদক মোয়াব্বেজ রহমান জিম, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম হক্কানী ও দপ্তর সম্পাদক হিসেবে আহমদ আব্দুল্লাহ মনোনীত হয়েছেন।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে বির্তক বিষয়ক সম্পাদক মিশুক শাহরিয়ার, কোষাধ্যক্ষ আহেদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা বাকী, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জাহিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, ক্রীড়া সম্পাদক মিশনু আল আসনওবি, কার্যনির্বাহী সদস্য হিসেবে তানভীর আসলামী, হাশেম আলী, ইব্রাহিম খলিল, মাহিউল ইসলাম, সৈয়দ রিফাত, শরিফুল ইসলাম মনোনীত হয়েছেন।

এদিন, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির আয়োজনে “দুইবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া একজন একজন শাসককে স্বৈরশাসক হতে সহায়তা করে” বিষয়ে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল, শেখ রাসেল হলে ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আলী আরমান রকী ও নাহিদ ইসলাম এবং স্পীকার ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪ | সময়: ৫:১৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর