সর্বশেষ সংবাদ :

মোহনপুরে ছাত্রদলের মানববন্ধন

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনির নির্মম হত্যাকান্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীরণের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানব্বন্ধন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানব্বন্ধন করে ছাত্রদল। উক্ত মানব্বন্ধনে বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মানব্বন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, বিএনপি নেতা খন্দকার আওরঙ্গজেব সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, মোহাম্মাদ আলী, আরিফ হোসেন, যুবনেতা নাহিদ পারভেজ হিমুসহ অন্যান্য নেতাকর্মীরা।
সানশাইন/রাসেল/শামি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ | সময়: ৮:৩০ অপরাহ্ণ | Daily Sunshine