বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঘার তেঁথুলিয়া গ্রামের কৃষক জাহিদ হাসান। স্থানীয় গনমাধ্যম কর্মীকে জানিয়েছেন, তার একশ গাড়ি আখ দু’দিন ধরে ভাড়া করা কলেজ মাঠে শুকাচ্ছে। কিন্তু মিল কর্তৃপক্ষ সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না। শুধু জাহিদ হাসান নয়, তার মত অনেক কৃষকের এমন দুর অবস্থা। এ নিয়ে দৈনিক সানশাইন ও ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন জানান, বাঘার তেঁথুলিয়া আখ ক্রয় কেন্দ্রে জায়গা স্বল্পতার কারণে পাশে অবস্থিত তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের মাঠ ভাড়া নিয়ে আখ রেখেছেন রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থী বৃন্দ। এই আখ রাখার ফলে রাস্তায় দুর্ঘ*টনা-সহ খেলা-ধুলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
লোকজন আরো জানান, রাজশাহীর হরিয়ান সুগার মিল কর্তৃপক্ষ গত ২৮ নভেম্বর থেকে ৪০ দিনের জন্য মাত্র ১০ হাজার টাকায় কলেজ মাঠ ভাড়া নিয়েছেন। তারা পুরো মাঠ-সহ শাহীদ মিনার দখল করে অত্র এলাকা থেকে ক্রয় করা আখ রেখেছেন। সেখান থেকে আখ গুলোকে ট্রাকে করে কম-বেশি নিয়েও যাচ্ছেন। তবে যতটুকু নিয়ে যাচ্ছেন তার চেয়ে অধিক পরিমান আখ শুকিয়ে যাচ্ছে।
তেথুঁলিয়া আখ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি) হাসিনুর রহমান বলেন, আখ ক্রয় সাময়িক বন্ধ রেখে কেনা আখগুলো তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন। সে মোতাবেক কাজ করা হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, সুগার মিল কর্তৃপক্ষ আখ ক্রয়ের কোন স্থান না পাওয়ায় জনস্বার্থে কলেজের মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা দিবেন বলে জানিয়েছেন।
এদিকে উক্ত বিষয় নিয়ে পত্রিকায় সংবাদ ছাপা হলে মঙ্গলবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শাম্মি আক্তার। তিনি বলেন, অধ্যক্ষ জনস্বার্থে আখ রাখতে দিয়েছেন। মিল কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা খুব শীঘ্রই আখ গুলো নিয়ে যাবেন।