রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ০৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা আন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক এর সভা কক্ষে আলোচনা সভা এবং রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজনসহ মোট দশ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মুহা: আশরাফুল আলম, সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক। সভাপতিত্ব করেন রাজশাহী জেল প্রশাসক আফিয়া আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং “বেগম রোকেয়া দিবস’-এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ‘জয়িতা আন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত পাঁচ জন এবং জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজনসহ মোট দশ জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাকে ফুলের মালা ও উত্তোরীয় দিয়ে বরণ করা হয়। সেইসাথে তাদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও জয়িতা লোগো সম্মলিত মগ উপহার স্বরূপ প্রদান করা হয়।
জেলা পর্র্যায়ে জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রিপা খাতুন, শিক্ষা ও চাকুরীতে সাদিয়া ইয়াসমিন, সফল জননী দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ইয়াসমিন আক্তার, সমাজ উন্নয়নে বিলকিস বেগম। সিটি কর্পোরেশন এলাকা হতে যারা জয়িতা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুন নাহার আভা, সফল জননী সাহেরা বানু ও সমাজ উন্নয়নে মৌসুমী আক্তার। এদিকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তারা উভয়ে জেলা ও মহানগরে যৌথভাবে জয়িতা হয়েছেন। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন নারী-পুরুষের উপস্থিত ছিলেন।
পবা উপজেলা: সোমবার এদিবস উপলক্ষ্যে উপজেলার চত্বরের সামনে মানববন্ধন শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। মানববন্ধন, র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম এন জহুরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার। এছাড়াও এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভার এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে রোড শো, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্দা: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেরা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা শেখ শাহ আলম প্রমুখ। শেষে জয়ীতা তিন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে একই অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়।
নওগাঁ: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন এই আয়োজন করেন। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) এস.এম রবিন শীষের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জেলা মহিলা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ইসরাত জাহান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কয়েস উদ্দিনসহ নারী জয়িতারা বক্তব্য রাখেন।
মহাদেবপুর: নওগাঁর মহাদেপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, জামায়াতের ইসলামী উপজেলা আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্পাদক মাআরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।
নাচোল: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নুরুল আওয়াল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ন কবীর আজম, শিক্ষার্থীদের মধ্য থেকে নাচোল সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন প্রমূখ। আলোচনা শেষে ৫জন জয়ীতাকে ৫ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
বাগমারা: উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপ¯ি’ত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পত্নীতলা: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।
মোহনপুর: র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। তিনি বলেন, নারীরা সমাজের বোঝা নয়। পুরুষের পাশাপাশি আজ অর্থনীতিতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নারীরাই। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখা আমির মাওলানা জিএম আব্দুল আওয়াল, কৃষি অফিসার কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, সমবায় অফিসার আনেছা দেলোয়ারা আন্জু, আইসিটি অফিসার শাহিদা আক্তার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিরুন নেছা,পল্লী বিদ্যুত এজিএম শওকত আরা, থানা পুলিশের এসআই সিরাজ উদ্দিন, মহব্বতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ আব্দুল আলিমসহ সভায় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা- কর্মচারী, নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়া: অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
আত্রাই: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন,কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে মনিয়ারী গ্রামের ভারতী রাণী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী হিসেবে পাঁচুপুর গ্রামের জবা রাণী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা হিসেবে হীরা খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেব গঞ্জ গ্রামের শামীমা আক্তার, মোট ৪ জন মহিলা কে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, রহনপুর মহিলা কলেজর অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, শ্রেষ্ঠ জয়িতা মিতালি পান্ডে প্রমুখ। সভা শেষে পাঁচ জন জয়িতা কে ক্রেস্ট প্রদান করা হয়।