ই-পেপার

রাজশাহী, চাঁপাই ও নওগাঁয় সড়কে ঝরলো ৬ প্রাণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর বাঘায়, চাঁপাইনবাবগঞ্জের ফুলতলা ও গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় এবং নওগাঁর মান্দায় পৃথক এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক দুর্ঘটনাগুলো নিয়ে সানশাইনের স্টাফ রিপোর্টার বাঘা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও মান্দা প্রতিনিধি পৃথক প্রতিবেদন পাঠিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের ফুলতলা ও গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ছেলে সাগর আলী (২১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত বাবা-ছেলে শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের বাসিন্দা। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এখলাস হোসেন।
অপরদিকে, গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় একটি ভ্যানকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক বাবর আলী (২২) নিহত হন। তিনি গোমস্তাপুরের নজিরপুর পাথরপুজা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার। পুলিশ জানায়, দুর্ঘটনায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নওগাঁর মান্দায় প্রাইভেটকার ও যাত্রবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হন।
নিহতরা হলেন, নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে কয়েকজন সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও জিহান নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র তোতা সরদারের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তোতা সরদার আড়ানী পৌর সভার গোচর গ্রামের শফি সরদারের ছেলে এবং আড়ানী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তোতা সরদার আড়ানী বাজার থেকে কালুহাটি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়ানী-কালুহাটি সড়কের বড়াল নদীর ধারে মসজিদ সংলগ্ন মিজানুর রহমানের বাড়ি সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা এক বৃদ্ধকে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ