মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ডিসেম্বর রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার এসোসিয়েশনের (রেডার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত শনিবার (৭ডিসেম্বর) দুপুরে রাজশাহী চেম্বার ভবন রেডার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রেডার সাবেক সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। ১১ ডিসেম্বর (বুধবার) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আগামী ১৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার রেডার মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, পরিকল্পনা ও অর্থ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক। পরে নির্বাচিত উপরোক্ত ব্যক্তিরা ৮জন সদস্য নির্বাচিত করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন তরিকুল ইসলাম। নির্বাচনর কমিশন হিসাবে থাকবেন ওয়াসিম রেজা ও রফিকুল ইসলাম। সাধারণ সভায় রেডার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।