ই-পেপার

আদমদীঘিতে জামায়াতের ইউনিট কমিটি গঠন

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বাজার এলাকায় জামায়াতে ইসলামীর ইউনিট গঠন করা হয়েছে। রবিবার রাতে উপজেলা সদরের হামিদা প্লাজায় এই ইউনিট গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর ছিদ্দিকীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারী আহসান হাবীব পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. গোলাম রব্বানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, সেক্রেটারী রশিদুল ইসলাম রিপন, আদমদীঘি থানা গৃহ নির্মাণ পরিষদের সভাপতি ফরিদুল ইসলাম, যুব নেতা আহসান হাবীব তুহিন, মাও. মাসুদ রানা, মাও. এমদাদুল হক, সুলতান মাহমুদ মুকুল, শামীম হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে সদর ইউনিটের সভাপতি নির্বাচিত হন আবু হাসান লালু, সহ-সভাপতি কামরুজ্জামান লিটন, সেক্রেটারী রকি হোসেন, সহ-সেক্রেটারী এরশাদুল আলী, বায়তুলমাল সেক্রেটারী আবু হোসেন ভুলু।
অপর দিকে একই বৈঠকে আদমদীঘি বাজার ইউনিটের যুব কমিটি গঠন করা হয়েছে। যুব কমিটির সভাপতি নির্বাচিত হন সালাহ উদ্দিন, সহ-সভাপতি আবু আহম্মেদ নাঈম, সেক্রেটারী আমিনুল ইসলাম, সহ-সেক্রেটারী এমদাদুল হক বাবু, বায়তুলমাল সেক্রেটারী রফিক হোসেন।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর