সর্বশেষ সংবাদ :

ধূমপানমূক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

ইবি প্রতিনিধিঃ

ধূমপানমূক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বন্ধ হওয়ার দীর্ঘ ২১ মাস পরে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করে বলেন, ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের নীচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়া চালু করা হয়৷ আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুরোদমে চালু হবে। দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় দীর্ঘ ২১ মাস পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হলো।

ক্যাফেটেরিয়া পরিদর্শনকালে উপাচার্য ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের এবং খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরিধানের নির্দেশনা দেন। এছাড়াও উপাচার্য ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। খাবার সবসময় ঢেকে রাখার নির্দেশনা দিয়ে উপাচার্য নিজেই ক্যাফেটেরিয়ায় বসে খাবার খান এবং কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।

এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানশাইন / ওয়াসিফ/শামি


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪ | সময়: ৫:২৫ অপরাহ্ণ | Daily Sunshine