মিকাইল হোসাইন, পাবিপ্রবি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন পাস্ট বিসিএস জব হান্টার্সের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রার্থীদের জন্য একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিসিএস ফর্ম ফিলাপ, প্রস্তুতি, এবং ক্যারিয়ার গাইডলাইনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে।
১০ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯:০০ টায় অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালিত হবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন পাস্ট বিসিএস জব হান্টার্সের সভাপতি মাকফুর রহমান।
সেমিনারের রিসোর্স পারসোন হিসেবে সংযুক্ত থাকবেন প্রতিষ্ঠাতা এবং সিইও, মিনাত ফাউন্ডেশন জব সেন্টার “মোঃ মিজানুর রহমান” জনতা ব্যাংক পিএলসি আরও উপস্থিত থাকবেন,শিক্ষক_ওরাকল বিসিএস (হেড অফিস)”মোঃ আসাদুর রহমান” সোনালী ব্যাংক পিএলসি।এখানে উপস্থিত দুইজন বিশেষজ্ঞ বিসিএস ক্যারিয়ারের গাইডলাইন এবং ফর্ম ফিলাপের প্রতিটি ধাপ বিশদভাবে আলোচনা করবেন।
সেমিনারে যোগ দিতে পাস্ট বিসিএস জব হান্টার্স-এর পেজটি ফলো করতে হবে। সেমিনারের লিংক ইভেন্টের এক ঘণ্টা আগে পেজে এবং অন্যান্য গ্রুপে শেয়ার করা হবে।
সানশাইন/মিকাইল/শামি