রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র অঙ্গ সংগঠন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচনের দিন তোলা একটি ছবিকে নিয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন শুচির সমর্থকরা।
জানাগেছে, ২০২১ সালে পৌর নির্বাচনে নাচোল পৌরসভায় বিএনপি সমর্থিত ধান শীষ প্রতিকের প্রার্থী ছিলেন শুচি। সে নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন সাংবাদিকদের অনুরোধে তিনিসহ বিভিন্ন দলের প্রার্থীরা একত্রিত হয়ে একটি গ্রুপ ছবি তোলেন। সেই ছবিকে নিয়ে মূলত তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
শুচির সমর্থক জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হিসাবে দলের কাছে মনোনায়ন চাইবেন জেনে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, মাসউদা আফরোজ হক শুচি ব্যাপক জনপ্রিয় হওয়ায় তাকে দলের শীর্ষ মহলের কাছে হেয় প্রতিপন্ন করতেই এমনটি করছেন। এঘটনার তীব্র প্রতিবাদ জানান ছাত্র দলে এ নেতা।
নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব আবু তাহের খোকন বিষয়টির তীব্র নিন্দা জানান। একই সাথে এমন অপপ্রচারকে তিনি আদর্শ বহির্ভূত রাজনৈতিক চর্চা বলে উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে মাসউদা আফরোজ হক শুচি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। বিগত নাচোল পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সৌজন্য ছবি সাংবাদিকেরা তোলে। ওইদিন আমি ও আমার দলের নেতা কর্মীরা সকলে উপস্থিত ছিলাম। সম্প্রতি আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ সেই ছবি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাথে আমার রাজনৈতিক ও ব্যাক্তিগত কোন সম্পর্ক নেই। আমার এবং আমার দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এইসব অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।