রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী রাষ্ট্র থেকে কুটকৌশল অব্যাহত আছে। জামায়াত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশ প্রেমিক সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন।
শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুধী ও কর্মী সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
উজালখলসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, তাহেরপুর পৌর আমীর শহীদুজ্জামান মীর, সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি, জেলা শিবির সভাপতি রুবেল আলী প্রমূখ।