সর্বশেষ সংবাদ :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যকে নিজ বিভাগের সংবর্ধনা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীকে সংবর্ধনা দিয়েছে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। উক্ত বিভাগের সাবেক শিক্ষার্থী ও একইসাথে বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত থাকায় তাকে বিভাগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। রবিবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪২৭ নাম্বার কক্ষে দু’শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো: নাছির উদ্দিন মিঝি’র সভাপতিত্বে ও অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক ড. আবূ নোমান মোঃ এরশাদ উল্লাহ সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

সভাপতি অধ্যাপক ড মো নাছির উদ্দিন মিঝি বলেন, নানা ব্যস্ততার মাঝেও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রো-ভিসি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের কাছে যেটুকু আশাবাদ ব্যক্ত করেছেন সেটুকু যেন পূর্ণতা পায় তার জন্য দোয়া করি।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আল্লাহ-তা’আলার অশেষ রহমতে আমি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হয়েছি। আমি সবার জন্য সমানভাবে কাজ করতে চাই। ডিপার্টমেন্ট কিংবা জেলা ভিত্তিক কোন বৈষম্য আমি করবো না। আমরা চেষ্টা করবো এ বিশ্ববিদ্যালয়ে একটি আল কুরআন ইনস্টিটিউট এবং আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার। আমার হায়াত বাড়ানোর জন্য দোয়া না চেয়ে আমি যেন নৈতিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন।

সানশাইন / ওয়াসিফ/শামি


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪ | সময়: ৬:৪২ অপরাহ্ণ | Daily Sunshine