সর্বশেষ সংবাদ :

ক্লাস রুম সংকটে প্রায়ই খোলা মাঠে ক্লাস করেন ববি শিক্ষার্থীরা

তপু, ববি প্রতিনিধি: শিডিউল অনুযায়ী শ্রেণিকক্ষ খালি না থাকায় প্রায়ই খোলা মাঠে ক্লাস করতে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার বাংলা বিভাগের ২০২১-২০২২ সেশনের নজরুল সাহিত্য বিষয়ক কোর্সের ক্লাস ছিলো দুপুর ১২ টায় কিন্তু যথা সময়ে ক্লাস রুম ফাঁকা না পাওয়ায় কোর্স শিক্ষক খোলা আকাশের নিচে উক্ত ক্লাসটি নেন।

 

কোর্স শিক্ষক তাইয়্যেবুন মিমি বলেন,শীতকালে এরকম মৃদুমন্দ আবহাওয়ায় রোদ্দুরে ক্লাস করতে পেরে শিক্ষার্থীরাও খুশি তবে প্রশাসনের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

 

বাংলা বিভাগের শিক্ষার্থী মিরাজ বলেন,শীতকালে খোলা আকাশের নিচে রোদ্দুরে ক্লাস করতে আরামদায়ক লাগলেও গরমকালে তীব্র ভোগান্তি পোহাতে হয়, তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সমস্যা দ্রুত সমাধান করা উচিত।

 

উল্লেখ্য,বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের আওতায় ২৫ টি বিভাগ রয়েছে।অথচ ক্লাস রুম রয়েছে মাত্র ৩৬ টি। ফলে প্রায়ই সব বিভাগের ব্যাচগুলোকে শ্রেণিকক্ষ ভাগাভাগি করতে হচ্ছে। শুধুমাত্র শ্রেণিকক্ষই নয়, সংকট আছে অন্যান্য প্রয়োজনীয় পৃথক কক্ষের।

 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষকের কেউই পাননি আলাদা কক্ষ। তাদেরও এক কক্ষে তিন থেকে চারজন ভাগাভাগি করে বসছেন।


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪ | সময়: ৩:৪২ অপরাহ্ণ | Daily Sunshine