রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে মিউচ্যুয়াল হেলথ প্রকল্পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে থানাপাড়া সোয়ালোজ ডি.এস এর আয়োজনে সংস্থার প্রশিক্ষণ সেন্টারে মিউচ্যুয়াল হেলথ প্রকল্পের এই সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা এমাউস ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় এই সভায় সভাপতিত্ব করেন থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলী।
সভায় আরও ছিলেন পরিচালক মাহমুদা বেগম গিনি, প্রকল্পের খন্ডকালীন ডাক্তার ডা. সিরাজুল ইসলাম, সংস্থার জেনারেল ম্যানেজার মাইনুল হক, প্রকল্প কর্মকর্তা মাছরুর রহমান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠীগন।
সভায় সংস্থার নির্বাহী পরিচালক রায়হান বলেন মিউচ্যুয়াল হেলথ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬’শ জন দরিদ্র জনগোষ্ঠী রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর প্রতিকার, বিনামূল্যে চিকিৎসা, ডায়াগোনিস্টিক সাপোর্ট, ঔষুধ বিতরণ সহ হসপিটালাইজেশন খরচের সহযোগিতা পেয়ে থাকে।