সর্বশেষ সংবাদ :

তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে সানশাইনের সম্পাদকের স্মরণে দোয়া  ও শোক সভা 

স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সিনিয়র সাংবাদিক এস এম সামসুজ্জোহা মামুনের উদ্দ্যোগে শনিবার( ০৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে শোকসপ্ত পরিবারের প্রতি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

 

অত্র প্রেসক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ সালাম শাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি ও পদ্ম টাইমসের সম্পাদক বদরুল হাসান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর তদন্ত- কেন্দ্রর ইনচার্জ মোঃ সোহাইল রানা, তাহেরপুর আনছার ভিডিপির কমান্ডার রইচ উদ্দিন প্রাং, ডিএসবি কাজিমুদ্দিন, তাহেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আঃ রাজ্জাক এর পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য খোরশেদ আলম, ডাঃ সাব্বির আহমেদ অনিক, পরিচালক ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডাগনষ্টিক সেন্টার, রুস্তম আলী শাযের, রায়হান ইসলাম, রকিবুল ইসলাম রকি, মোঃ ইমাম হোসেন, আহিদ ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসরাফিল হোসেন, সম্পাদক ও প্রকাশক রাজশাহী টাইমস, ভিডিপির সদস্য মোকলেসুর রহমান, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ | সময়: ৬:১৮ অপরাহ্ণ | Daily Sunshine