সর্বশেষ সংবাদ :

চারঘাটে কৃষক-কৃষানীদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাটে কৃষক-কৃষানীদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা থানাপাড়া সোয়ালোজ ডেভলোপমেন্ট সোসাইটির হলরুমে এ সভা আয়োজন করা হয়। সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদ, সোয়ালোজের পরিচালক মাহমুদা আখতার গিনি, জেনারেল ম্যানেজার মাইনুল হক, কৃষক সংগঠনের নেতা আরসাদ আলী, খোয়াজ আলী, ইসলামাইল হোসেন, জেসমিন আখতার, নান্টু আলী প্রমুখ।

সভায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের বিষয়ে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাড়ীর পাশে পতিত জমিতে সবজি ফসল ফলানোর জন্য কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করা হয়। এজন্য উপজেলা কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাদক্ষ মিঠু রানা, দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম প্রমুখ।

সানশাইন / মিজান/শামি


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ | সময়: ৫:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর