রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক :
এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দিনাজপুরে ১০ ডিগ্রি, রাজশাহীতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার সারদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তিনি আরও জানান, আগামী সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এসময় উত্তরাঞ্চলে ঘন কুয়াশা থাকতে পারে।
সানশাইন / শামি