সর্বশেষ সংবাদ :

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে শুক্রবার থেকে শুরু হয়েছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটেছে।
আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫৪.৫ ওভারে ২৮০ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে নিউ জিল্যান্ড ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করে। ইংল্যান্ডের চেয়ে তারা ১৯৪ রানে পিছিয়ে আছে। উইল ও’রুরকের সঙ্গে টম ব্লানডেল ৭ রানে অপরাজিত আছেন। তারা দুজন শনিবার সকালে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ডেভন কনওয়ে ১১ ও টম লাথাম ১৭ রান করে আউট হন। রাচিন রবীন্দ্র ৩ রানের বেশি করতে পারেননি। থিতু হয়ে আগাতে থাকা কেন উইলিয়ামসন আউট হন ৩ চারে ৩৭ রান করে। এরপর ড্যারিল মিচেল ফিরেন ৬ রান করে। ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৭ ওভারে ১ মেডেনসহ ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস।
তার আগে ইংল্যান্ডও পড়ে বিপাকে। ৪৩ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। ১২ রানের মাথায় ডেন ডাকেট ফিরেন ডাক মেরে। ২১ রানে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি আউট হন ১৭ রান করে। জো রুট ৩ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন। ইংল্যান্ডের রান তখন ২৬। ৪৩ রানে যেতে জ্যাকব বেথেল ফিরেন ৩ রান করে।
সেখান থেকে দলের হাল ধরেন হ্যারি ব্রুক ও অলি পোপ। পঞ্চম উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ১৭৪ রান যোগ করেন। দলীয় ২১৭ রানের মাথায় পোপ ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করে ফিরলে ভাঙে এই জুটি। নতুন ব্যাটসম্যান বেন স্টোকস অবশ্য ১৫ বলের বেশি টিকতে পারেননি। দলীয় ২২২ এ ব্যক্তিগত ২ রানে আউট হন তিনি। তার আগে ব্রুক ৯১ বলে ৯টি চার ও ৫ ছক্কায় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। যা দেশের বাইরে তার সপ্তম সেঞ্চুরি।
ইংল্যান্ডের রান যখন ২৫৯ তখন ফিরেন ব্রুক। তার আগে ১১৫ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ১২৩ রানের মহামূল্যবান ইনিংস খেলে যান। এরপর অবশ্য ২১ রানের মধ্যেই বাকি ৩টি উইকেট হারায় ইংল্যান্ড। গাস অ্যাটকিনসন ৪, ক্রিস ওকস ১৮ ও ব্রাইডন কার্স ৯ রান করেন। ইংল্যান্ড অলআউট হয় ২৮০ রানে। বল হাতে নিউ জিল্যান্ডের নাথান স্মিথ ১১.৪ ওভারে ৮৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। ও’রুরকে ১২ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর ম্যাট হেনরি ১৫ ওভারে ৪৩ রানের বিনিময়ে নেন ২টি উইকেট।


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ