রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মিকাইল হোসাইন, পাবিপ্রবি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত “সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি” এর আয়োজনে চড়ুইভাতি, নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে চড়ুইভাতি ও বিকেল সাড়ে চারটায় একাডেমি ভবনের ১০৫নং কক্ষে জমকালো আয়োজনে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি সভাপতি মো. তামিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিক্ত মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাসসহ বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীণ শিক্ষার্থী এবং স্নাতক শেষ করা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
সানশাইন / শামি