রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ভারত থেকে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ পারাপারের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলো, শিবগঞ্জে সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রানীনগর হাটপাড়ার ফজলুর ছেলে নুহ নবী (৩৫), একই এলাকার পারুল আলীর ছেলে সুমন (৩০) ও আঃ মালেকের ছেলে এম (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে ফতেপুর বিওপির সীমান্ত পিলার ১৩/১-এস এর পাশ দিয়ে ৪ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা কালে টহলদল ধাওয়া দিয়ে তাদের আটক করে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ০৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে গিয়ে ছিল। আটককৃত ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সানশাইন /শামি