শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা নিবাসী বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলীর পিতা রামেক হাসপাতালের অবসরপ্রাপ্ত কামচারী মতিউর রহমান বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ যোহর তেরখাদিয়া ডাবতলার হক হাজী সাহেব মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেতমখাঁ গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান। সকালে এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।