সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে কবিরাজের বাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইকড়ী পঞ্চগ্রাম কবরস্থানের সামনে আহম্মেদপুর-গুরুদাসপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম বড়াইগ্রাম ইউনিয়নের মাড়িয়া গ্রামের নবীর উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সাজদার হোসেন জানান, জরিনা বেগম নিজ বাড়ী থেকে নাতীর সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে কবিরাজ দেখাতে গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামে যাচ্ছিলেন। পথে ইকড়ী পঞ্চগ্রাম কবরস্থান গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের পেছনে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে জরিনা বেগম রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ