মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯জন ভিক্ষুকের মাঝে ২টি করে ছাগল, ১ পট মাল্টি ভিটামিন, ভ্যাকসিন ১ ডোজ ও ২টি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এগুলো বিতরণ করেন ইউএনও মো. আরিফ আদনান।
এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।