শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ‘খাদ্য নিরাপত্তা, ভূমি ও সাংস্কৃতিক অধিকারের জন্য আমাদের লড়াই’ এই স্লোগানকে সামনে রেখে আজ ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ রোজ শনিবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়াম কক্ষে ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ২৫০ জন নেতৃত্ব ও অতিথিবৃন্দের উপস্থিতিতে জাকমকপূর্ণভাবে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১০ম কংগ্রেস-২০২৪ অনুষ্ঠিত হয়। অতিথি বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রক্ষাগোলা সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন ও অতিথিদের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আব্দুস সালাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল।
দি¦তীয় পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার ও সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ জনজাতিভিত্তিক প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচিত ২০ জন প্রতিনিধির প্রতিনিধিত্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সুধীর সরেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর, শপথ পাঠ, বিদায়ী সভাপতির বক্তব্য ও নবনির্বাচিত সভাপতির সমপনী বক্তব্যের মাধ্যমে কংগ্রেস সভার সমাপ্তি হয়।
রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১০ম কংগ্রেস সভায় সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, পরীবিক্ষণ ও তথ্য-প্রযুক্তি কর্মকর্তা শাহাবুদ্দিন, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী ও সকল সমাজ সংগঠকবৃন্দ।